ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে মিসব্রান্ডেড ঔষধ ও ভেজাল সেমাই জব্দ করা হয়েছে। এসময় পাঁচ দোকানের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন পৌর শহরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ মিসব্রন্ডেড ঔষধ ও ভেজাল সেমাইসহ খাদ্য সামগ্রী জব্দ করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মো.আ.কুদ্দুস। পরে জব্দকৃত ঔষধ ও ভেজাল সেমাইসহ খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আঃ কুদ্দুস বলেন, বোরহানউদ্দিন পৌর শহরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মিসব্রন্ডেড ঔষধ ও ভেজাল সেমাইসহ খাদ্য সামগ্রী জব্দ করা হয়েছে। এই সময়ে ড্রাগ আইন ১৯২০ ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর আওতায় ৫টি প্রতিষ্ঠানকে ৪৩,০০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। জব্দকৃত ঔষধ ও ভেজাল সেমাইসহ খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়।
এসময় প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ড্রাগ সুপার এস এম সুলতান ও সেনেটারি ইন্সপেক্টর মোঃ নাসির উদ্দিন।