বেনাপোল (যশোর) প্রতিনিধি : ভারত ফেরত পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশি করে বেনাপোল চেকপোষ্ট এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় তৈরী ১২ কেজি ওজনের একটি বৌদ্ধ মূর্তি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, একজন পাসপোর্ট যাত্রী মূল্যবান একটি মূর্তি শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে যাচ্ছে। এ সময় বিজিবি সদস্যরা বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এর সামনে থেকে ওই পাসপোর্ট যাত্রীকে ক্যাম্পে নিয়ে তার ব্যাগ তল্লাশি করে ১২ কেজি ওজনের একটি মূর্তি পাওয়া যায়। যার সিজার মূল্য ২০ লাখ টাকা বলে সুবেদার জানান।
৪ কোটি টাকার চোরাচালানী পন্য আটক
অপরদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বেনাপোল’র বিভিন্ন সীমান্ত থেকে ৪ কোটি টাকার চোরাচালানী পন্য আটক করেছে। বাংলাদেশে প্রবেশের সময় গত দু মাসে এসব পন্য আটক করা হয়। ৪৯ বার্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান জানান, আটক পন্যের মধ্যে রযেছে, ভারতীয় শাড়ি, থ্রী পিচ,মোটর পার্টস, তৈরী পোষাক, প্রসাধন সামগ্রী রয়েছে। তাছাড়া ২২৩ ভরি সোনার বার, ৬৬৪৯ বোতল ফেনসিডিল, ১১১২ পিচ ইয়াবা, ৪২২ কেজি গাজা ও ১৭৫ বোতল ফেনসিডিল সহ ১০ জনকে আটক করা হয়।
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ১৩৭ জন নারী পুরুষ ও শিশুকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭৫ জন নারী, ২৫ জন শিশু ও ৩৭ জন পুরুষ রযেছে এ সময় ৬ জন পাচারকারী সহ ২৫ টি মামলা দায়ের করা হয়।