মঙ্গলবার রায় ঘোষণার পর দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে হরতালের ডাক দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, সরকার ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে জামায়াত নেতাদের একের পর এক হত্যা করছে। সরকারি ষড়যন্ত্রের শিকার মীর কাসেম আলী। সরকার মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে মীর কাসেম আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করে নিজেদের দলীয় লোকদের মিথ্যা সাক্ষী বানিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করছে।
বুধবার হরতাল ডেকেছে জামায়াত
আজ মঙ্গলবার মীর কাসেম আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন।