অগ্রসর রিপোর্ট: বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অর্থাৎ এই চার দিন রাত আটটা থেকে সকাল সাতটা পর্যন্ত সারাদেশে কারফিউ বলবৎ থাকবে।
মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রীর জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করতে আসেন আসাদুজ্জামান খান কামাল।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ-সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। একই দিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। এখনো বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। এরপর ধাপে ধাপে কারফিউ শিথিল করছে সরকার।