স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিশ্ব ইজতেমায় আমরা কোনো ধরনের হুমকি মনে করি না। আমরা মনে করি, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সব সময় প্রস্তুত রয়েছি, যা কিছু হতে পারে বা হবে, সবকিছু মাথায় নিয়ে কাজ করি। আমাদের গোয়েন্দারা তৎপর রয়েছেন। আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। আগামী বিশ্ব ইজতেমা সুন্দর হবে। আমরা সব সময় প্রস্তুত রয়েছি। কোনো হুমকি আমাদের কাছে নেই।’
আজ রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
উল্লেখ্য, আগামী ১৩ জানুয়ারী থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত টঙ্গী তুরাগ নদীর তীরে প্রথম পর্বের তিন দিনব্যাপী এই ইজতেমা শুরু হবে। ১৫ জানুয়ারি প্রথম পর্বের আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। চার দিন বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ জানুয়ারি। ২২ জানুয়ারি দ্বিতীয় পর্বের আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে।