অগ্রসর ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে একটি ‘র্যানসমওয়্যার’ ছড়িয়ে পড়ার খবর এসেছে, যাতে আক্রান্ত হয়েছে স্বাস্থ্য ও টেলিকমসহ বিভিন্ন খাতের বেশ কিছু বড় প্রতিষ্ঠানের নেটওয়ার্ক।
বিবিসি জানিয়েছে, একটি ম্যালওয়্যার এসব সংস্থার নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিয়ে কম্পিউটার স্ক্রিনে একটি বার্তা দিচ্ছে। কম্পিউটারের নিয়ন্ত্রণ ফিরে পেতে বিটকয়েনের মাধ্যমে ৩০০ ডলার মুক্তিপণ দেওয়ার কথা বলা হচ্ছে সেখানে।
আক্রান্ত এসব কম্পিউটার স্ক্রিনের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শেয়ার করছেন ভুক্তভোগী ব্যবহারকারীরা।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টা পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, স্পেন, ইটালি, ভিয়েতনাম, তাইওয়ানসহ বিভিন্ন দেশে এই ‘র্যানসমওয়্যার’ ছড়িয়ে পড়ার খবর দিয়েছে বিবিসি।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ‘ওয়ানা ডিক্রিপটর’ বা ‘ওয়ানাক্রাই’ নামের পুরনো একটি ম্যালওয়্যারের নতুন কয়েকটি সংস্করণের মাধ্যমে এই সাইবার হামলা চালানো হয়েছে এবার।
ক্যাসপারেস্কি ল্যাবের গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিমের কস্টিন রাইয়ু বাংলাদেশ সময় রাত ১১ টার দিকে এক টুইটে জানান, ওই সময় পর্যন্ত ৭৪টি দেশে ৪৫ হাজারের বেশি কম্পিউটার এই র্যানসমওয়্যারের শিকার হয়েছে বলে তথ্য পেয়েছেন কারা।
আর অ্যাভাস্টের ম্যালওয়্যার বিশেষজ্ঞ জ্যাকুব ক্রুসটেক ৫৭ হাজার কম্পিউটার আক্রান্ত হওয়ার তথ্য পাওয়ার কথা জানান।
So far, we have recorded more than 45,000 attacks of the #WannaCry ransomware in 74 countries around the world. Number still growing fast.
— Costin Raiu (@craiu) May 12, 2017
57,000 detections of #WannaCry (aka #WanaCypt0r aka #WCry) #ransomware by Avast today. More details in blog post: https://t.co/PWxbs8LZkk
—Jakub Kroustek (@JakubKroustek) May 12, 2017
এই সাইবার হামলায় বড় ধরনের জটিলতায় পড়েছে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)।
যুক্তরাজ্যের অন্যতম এই রাষ্ট্রায়ত্ত চিকিৎসা সেবা ইউনিটের আইটি নেটওয়ার্ক আক্রান্ত হওয়ায় শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তাদের আওতাধীন হাসপাতাল ও ট্রাস্টগুলোর স্বাভাবিক কার্যক্রম থমকে যায়।
এই জটিলতার কারণে হাসপাতালের কর্মীরা তাদের নেটওয়ার্কে রোগীদের তথ্য দেখতে পারছিলেন না। রোগীদের নিয়ে আসা অ্যাম্বুলেন্স অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হাচ্ছিল।
কম্পিউটার সচল না থাকায় অনেক হাসপাতালে জরুরি চিকিৎসা ছাড়া অন্য সব সেবা বন্ধ রাখা হয়। বিভিন্ন হাসপাতালে রোগীদের সাক্ষাতের সূচিও বাতিল করা হয়।
এনএইচএস ডিজিটাল এক বিবৃতিতে জানায়, কেবল তারাই এ হামলার শিকার হয়নি, আরও বেশ কিছু সংস্থায় একই ধরনের র্যানসমওয়্যারের আক্রমণের খবর তাদের কাছে আছে।
একই র্যানসমওয়্যারের শিকার হওয়ার খবর দিয়েছে বেশ কয়েকটি স্প্যানিশ কোম্পানি।
টেলিকম খাতের বড় কোম্পানি টেলিফোনিকা এক বিবৃতিতে বলেছে, আক্রান্ত হলেও তাদের গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে না।
স্পেনের জ্বালানি খাতের কোম্পানি ইবেরদ্রোলা ও গ্যাস ন্যাচারালও এই সাইবার হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে। অনেক ক্ষেত্রেই এসব কোম্পানি তাদের কর্মীদের কম্পিউটার বন্ধ রাখার নির্দেশ দিয়ে ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
ইটালি থেকে এক টুইটার ব্যবহারকারী একটি ছবি শেয়ার করেছেন, যেখানে একটি ইউনিভার্সিটির ল্যাবে ‘ওয়ানাক্রাই’ আক্রান্ত কম্পিউটার দেখানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, এই র্যানসমওয়্যারে যেসব বিটকয়েন ওয়ালেটে মুক্তিপণের টাকা জমা দিতে বলা হয়েছে, সেসব ওয়ালেটে মোটা টাকা জমা পড়ার খবর আসছে।
যুক্তরাষ্ট্রের ডেলিভারি কোম্পানি ফেডএক্সও এই র্যানসমওয়্যারের শিকার হওয়ার কথা জানিয়েছে।
এক বিবৃতিতে তারা বলেছে, তাদের উইন্ডোজভিত্তিক কিছু কম্পিউটার এই ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছে এবং দ্রুত এই জটিলতা তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
ব্রিটিশ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ কেভিন বিউমন্টকে উদ্ধৃত করে বিবিসি লিখেছে, “এটি একটি বড় ধরনের সাইবার অ্যাটাক। এত দ্রুত ইউরোপের এত প্রতিষ্ঠান আক্রান্ত হওয়ার ঘটনা আমি আগে দেখিনি।”