স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি আবদুল হামিদ বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের প্রতি দেশ ও জাতির কাছে দায়বদ্ধ থেকে তাদের ক্যাম্পাসগুলোকে জ্ঞানচর্চা ও গবেষণার পরিপূর্ণ ক্ষেত্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি আজ রাজধানীতে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ৫ম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দানকালে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে প্রকৃত অর্থেই জ্ঞান চর্চার সর্বোত্তম ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হবে, কারণ শিক্ষা, বিজ্ঞান ও আইসিটিতে আলোকিত একটা তরুন প্রজন্মই কেবল জাতিকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারে।’
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখন একটা দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এবং দেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, সকল অর্থনৈতিক ও সামাজিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় বাংলাদেশ একটি নিন্ম আয়ের দেশ থেকে ক্রমশঃ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে।
রাষ্ট্রপতি হামিদ বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের ফলে দেশে উচ্চ শিক্ষার তাৎপর্যপূর্ণ বিস্তার ঘটেছে এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে।
তিনি বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কম থাকায় অতীতে বহু শিক্ষার্থী বিদেশী বিশ্ববিদ্যালয়ে চলে যেত। কিন্তু ওইসব শিক্ষার্থী আর বিদেশ যাচ্ছে না, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেই তারা এখন যথাযথ শিক্ষা পাচ্ছে।
তিনি আরো বলেন, ‘আমি আশা করছি, দেশের এসব বিশ্ববিদ্যালয় বিশ্বের আর্থ-সামাজিক উন্নয়নের ধারা বজায় রাখতে এই তরুণ প্রজন্মকে প্রস্তুত করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে।
দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য সকলকে স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর নির্দেশনা অনুযায়ী শিক্ষার মান নিশ্চিত করণে তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান নিশ্চিত করতে একটি ‘অ্যাক্রিডিটেশন কাউন্সিল’ গঠনে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, ‘আমি মনে করি, দেশের উচ্চ শিক্ষার মান নিশ্চিত করার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত খরচে পড়াশুনা করার সুযোগ দান এবং বিশ্ববিদ্যালয়ের আয়ের একটা অংশ শিক্ষার্থীদের কল্যাণে ও গবেষণা কাজে ব্যয় করার ঘোষণা দেয়ায় আবদুল হামিদ সাউথ ইস্ট ইউনিভার্সিটির উচ্ছ্বসিত প্রশংসা করেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা অত্যন্ত ব্যয়সাধ্য উল্লেখ করে তিনি এ বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষের প্রতি দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের দিকে মনযোগ দেয়ার আহ্বান জানান যাতে ওই সব শিক্ষার্থী উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ার হোসেন বক্তৃতা করেন।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তব্য পেশ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
সমাবর্তন অনুষ্ঠানে মোট ৫ হাজার ২৯২ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেয়া হয়। তাছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য দুই শিক্ষার্থী স্বর্ণপদক লাভ করেছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।