ষ্টাফ রিপোর্টার- হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সকালে প্রায় দুই কেজি ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক হওয়া যাত্রীর নাম সলিমুদ্দিন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, শনিবার সকালে দুবাই থেকে ঢাকায় আসেন সলিমুদ্দিন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহজনক গতিবিধির কারণে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা দুটি পানির বোতলের ভেতরে ১৮ টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি ১০০ গ্রাম। এর দাম প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় সলিমুদ্দিনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।