অগ্রসর রিপোর্ট : পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোকে বাণিজ্য সংক্রান্ত ছয়টি মৌলিক চুক্তি চূড়ান্ত করতে পূর্ণ সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন।
ব্যাংককে অনুষ্ঠিত ২৫তম বিমসটেক সিনিয়র কর্মকর্তাদের সভায় (এসওএম) তিনি বলেন, “আমাদের অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্য মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জসিম উদ্দিন পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
অমীমাংসিত ছয়টি চুক্তি:
১. বিমসটেক মুক্ত বাণিজ্য অঞ্চলের কাঠামো চুক্তি
2. পণ্যের উৎপত্তির নিয়ম
3. শুল্ক বিষয়ে পারস্পরিক সহায়তা
4. বিরোধ নিষ্পত্তির পদ্ধতি ও প্রক্রিয়া
5. বাণিজ্য সুবিধা
6. বিনিয়োগ ও পরিষেবায় বাণিজ্য
সভায় পররাষ্ট্র সচিব “ব্লু অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন” বিষয়ে বাংলাদেশের নেতৃত্বে একটি বিবৃতি প্রদান করেন।
আগামী ৪ এপ্রিল ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের আগে অনুষ্ঠিত এই সভায় বিমসটেক সেন্টার ফর ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এবং বিমসটেক সেন্টার অব এক্সিলেন্স অন ট্রপিক্যাল মেডিসিনসহ বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
২৫তম এসওএম বৈঠকের মূল আলোচনার বিষয়গুলো:
✅ বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের খসড়া এজেন্ডা ও প্রতিবেদন চূড়ান্তকরণ
✅ ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া ঘোষণা ও এজেন্ডা চূড়ান্তকরণ
বাংলাদেশ ঢাকায় ২৬তম বিমসটেক সিনিয়র কর্মকর্তাদের সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে।
এদিকে, ড. মুহাম্মদ ইউনূস আগামী শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমসটেক রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।