আইয়ুব আলী ময়মনসিংহ, ১৩ এপ্রিল।।
বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরনের অভিযোগে মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা আজ তার সাময়িক বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো আরব আলিকেকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হলো। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।’
মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুনসুর এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো আরব আলী এই খবর নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বিকেল সাড়ে চারটায় তিনি প্রজ্ঞাপন বার্তাটি ই-মেইল প্রাপ্ত হয়েছেন।
প্রজ্ঞাপন বলা হয়, ‘ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দ উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করছেন। তার বিরুদ্ধে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন অনাস্থা প্রস্তাব করেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এছাড়া তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে থাকলে উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হতে পারে, যা সার্বিকভাবে উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়নে অচলাবস্থার সৃষ্টি ও জনস্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেহেতু জনস্বার্থে তাকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।’
প্রজ্ঞাপন আরও বলা হয়, ‘উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত) এর ১৩ (খ) ধারা অনুসারে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।