যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বাঙালি জাতির শোকের মাস আগস্টের প্রথম দিনটি অতিবাহিত হচ্ছে।
দিবসের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নং সড়কস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির শুরু হয়।
১৯৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু সপরিবারে হত্যার বিয়োগান্তক অধ্যায় সংঘটিত হবার ৪১তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে এবার আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পঁচাত্তরের পনের আগস্ট কালো রাতে, ঘাতকরা বঙ্গবন্ধুর সহধর্মিণী, তিন ছেলেসহ পরিবারের ১৬ জনকে হত্যা করে। তবে দেশের বাইরে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা।
৪১ বছর আগে নিষ্ঠুর সে হত্যাযজ্ঞ বাঙ্গালিকে যেমনি ভাবে শোকে ভাসায়, তেমনি অভয় মন্ত্রে উদ্দীপ্ত হতেও শেখায়। বাঙ্গালির হাজার বছরের পরাধীনতার শেকল ভাঙ্গার মন্ত্র রোপিত করেছিলেন জাতির জনক। তাই প্রতিবছরই যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে স্মরণ করা হয় এই মাসটিকে।
রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহ দলের নেতাকর্মীরা। এসময় জাতির জনকের খুনিদের বিচারের দাবি জানান তারা। জ্বালানো হয় মোমবাতি। একইসাথে জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করেও দোয়া করা হয়।
আগস্টের প্রথম দিনটিতে জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভা, সমাবেশ, শোক মিছিল, রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, মানববন্ধন, র্যালি প্রভৃতি অনুষ্ঠিত হচ্ছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।