অগ্রসর রিপোর্ট : বাংলাদেশ ব্যাংক বিদেশে পড়তে যাওয়া অথবা বিদেশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেডিকেল কভারেজ বা স্বাস্থ্য বীমার জন্য বৈদেশিক মুদ্রায় ফি জমা দেয়ার প্রবিধান শিথিল করেছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেখা গেছে যে, বিভিন্ন কোর্সে বিদেশে পড়াশোনা বা ভিসার জন্য শিক্ষার্থীদের কিছু ক্ষেত্রে মেডিকেল কভারেজ বা স্বাস্থ্য বীমা ফি প্রদানের পূর্বশর্ত দেয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে, প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে অনুমোদিত ডিলার (এডি’স) এর মাধ্যমে এখন থেকে শিক্ষার্থীরা এই ফি প্রেরণ করতে পারবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিদেশে ভর্তির জন্য আরো যেসকল ফি প্রদান করতে হয়, তা অপরিবর্তিত থাকবে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।