আমেরিকায় নির্বাচন শেষ হতেই একটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে হইচই শুরু হয়৷ জানা যায়, রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর জন্য নির্বাচনের সময় তথ্য চুরি করেছিল রাশিয়া৷ এই নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তার কথা হয় বলে দাবি করেন বারাক ওবামা৷ সেই আলোচনাতেই ক্ষোভ উগরে দিয়েছিলেন ওবামা৷ তিনি বলেছিলেন, ‘একজন মার্কিন নাগরিক হয়ে এই বিষয়টি কখনোই ভাল ভাবে নেওয়া সম্ভব নয়৷ আগামীদিনে কঠিন পদক্ষেপ নেবে আমেরিকা৷’ রাশিয়ার এই কীর্তিতে রিপাবলিকানরাও যথেষ্ট অসন্তুষ্ট বলে দাবি করেছেন ওবামা৷
হাতে আর কয়েকটি দিন৷ তারপরেই খ্রিস্টমাসের ছুটিতে যাবেন বারাক ওবামা৷ সেই মতো শুক্রবারই ছিল তার বছরের শেষ সাংবাদিক সম্মলেন৷ এদিকে হিসাব অনুযায়ী নতুন বছরে আর মার্কিন প্রেসিডেন্ট থাকছেন না তিনি৷ সেইমতো আজকেই ছিল প্রেসিডেন্ট হিসাবে তাঁর শেষ সাংবাদিক সম্মেলন৷ সেখানে সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন নিয়েও মুখ খোলেন তিনি৷ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদকে উস্কানি দেওয়ার জন্য ইরান ও রাশিয়াকে একযোগে তুল্যমূল্য করেন বারাক ওবামা৷