অগ্রসর রিপোর্ট : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় মিছিল না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় মিছিল না করার জন্য আপনাদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, এখন দেশ গঠনের সময়, বিজয় মিছিল করার সময় নয়। কোন ধরনের বিজয় মিছিল করা যাবে না।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।