শেখ হাসিনা বলেন, তারা বাস্তব অবস্থা থেকে অনেক দূরে রয়েছে। পশ্চিমা অনেক দেশেই মেয়েদের ১৪ এবং ১৬ বছরের বিয়ের বিধান রয়েছে। তিনি বলেন, কোন আইন অনমনীয় হতে পারে না। বিশেষ কোন ঘটনার জন্য অবশ্যই বিকল্প ব্যবস্থা রাখতে হয়। বিশেষ করে ১৮ বছরের নিচে কোন মেয়ে যদি অপ্রত্যাশিত গর্ভধারণ করে তাহলে এর জন্য বিকল্প ব্যবস্থা রাখতে হবে। অন্যথায় এটা সমাজের জন্য দুর্যোগ বয়ে আনবে।
শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার অব্যাহতভাবে জনগণকে বাল্যবিয়ে সম্পর্কে সচেতন করে যাচ্ছে। এ লক্ষ্যে মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে বিভিন্ন বৃত্তি দেয়াসহ চাকরির সুযোগ সৃষ্টি করছে। তিনি বলেন, অভিভাবকদের ওপর চাপ কমাতে এখন মেয়েদের উচ্চ শিক্ষা পর্যন্ত বৃত্তি দেয়া হচ্ছে এবং অভিভাবকরা তাদের মেয়েদের বাল্যবিয়ে সম্পর্কে উদ্বিগ্ন নয়।
এদিকে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত সুরক্ষা এবং সহজে সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগের সুবিধার্থে ৮০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার-টেকনাফ-সাবারাং মেরিন ড্রাইভ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ১ম পর্যায়ে ২৪ কিলোমিটার (কলাতলি থেকে ইনানি) ও ২য় পর্যায়ে ২৪ কিলোমিটার (ইনানি থেকে সিলখালী) মেরিন ড্রাইভ নির্মাণ সম্পন্ন হয়েছে।
সংসদ নেতা বলেন, ৩য় পর্যায়ে অবশিষ্ট ৩২ কিলোমিটার (সিলখালী-টেকনাফ-সাবারাং) মেরিন ড্রাইভ নির্মাণ কাজ চলমান রয়েছে। তিনি বলেন, এছাড়া বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার পর্যটন আকর্ষণ বগালোক ও কেওক্রাডং-এ যাতায়াত সহজ করার লক্ষ্যে ১৭ কিলোমিটার দীর্ঘ রুমা-বগালোক-কেওক্রাডং সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।