ষ্টাফ রিপোর্টার- রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে আহত আরেকজন আওয়ামীলীগ নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহত ব্যক্তির নাম মাহবুবুর রহমান গামা। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সংস্কৃতি বিষয়ক সম্পাদক। বাড্ডায় গুলির ঘটনায় এনিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩ জনে । এর মধ্যে দুজনই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত। গতকাল গুলির পর দুজন মারা যায়। বৃহস্পতিবার রাতে বাড্ডার আদর্শ নগর পানির পাম্পের কাছে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনার সময় অজ্ঞাতনামা কয়েকজন যুবক সেখানে গুলি চালায়। এই ঘটনায় পুলিশ এখনো কাইকে গ্রেফতার করতে পারেনি। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে পুলিশ এখনো পরিষ্কার করে কিছু বরতে পারছে না। তবে ধারনা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত ব্যক্তিদের সাথে অন্যকারো ব্যবসায়িক অথবা অবৈধ চাঁদার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে বলেও পুলিশ ধারণা করছে।