এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়ের অপরাধে ঢাকা, কুড়িগ্রাম, হবিগঞ্জ, ফেনি, নড়াইল, পঞ্চগড়, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, সুনামগঞ্জ, ফরিদপুর, ভোলাসহ বিভিন্ন জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।
তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, স্যানেটারি ইন্সপেক্টর, বাজার কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন।