স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি সামরিক সহযোগিতা আরো বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় এখানে সফররত শ্রীলঙ্কার বিমান বাহিনীর কমান্ডার এয়ার মার্শাল জিপি বুলাথসিংঘালার সঙ্গে আলাপকালে একথা বলেন। শ্রীলঙ্কার কমান্ডার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করেন।
দুদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ গুরুত্ব দেয়।
তিনি বলেন, দুটি বন্ধুপ্রতীম দেশের মধ্যেকার সম্পর্ক কৃষি খাতে আরো সম্প্রসারণ করা যেতে পারে।
শ্রীলঙ্কার বিদ্রোহী সমস্যার সমাধান হওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম এলাকার অনুরূপ সমস্যার সমাধান করেছে।
সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীদের কোন দেশ নেই, ধর্ম নেই।
প্রধানমন্ত্রী এ সময় শ্রীলঙ্কার বিমান বাহিনীর কমান্ডারের মাধ্যমে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
শ্রীলঙ্কার বিমান বাহিনী প্রধান বলেন, তারাও বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধি করতে চায়। এ প্রসঙ্গে তিনি বলেন, শ্রীলঙ্কার সেনাবাহিনীর অনেক অফিসার সাফল্যের সঙ্গে বাংলাদেশে বিভিন্ন প্রতিরক্ষা কোর্স সম্পন্ন করেছে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।