আবদুল হামিদ বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ বন্ধুত্ব ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে। তিনি আশা প্রকাশ করে বলেন, নবনিযুক্ত কার্ডিনাল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার ক্ষেত্রে তিনি তার ভূমিকা সম্প্রসারণ করবেন। বাংলাদেশ ও ভ্যাটিকানের সঙ্গে বিরাজমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০১৭ সালে (সম্ভাব্য সময় নভেম্বর/ডিসেম্বর) পোপের বাংলাদেশ সফর এই সম্পর্ককে আরো জোরদার করবে।
নবনিযুক্ত কার্ডিনাল বলেন, বাংলাদেশ উন্নয়ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় ভ্যাটিকান সিটি তার প্রশংসা করে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, এমডিজি অর্জন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গৃহীত পদক্ষেপ অন্যান্য দেশের জন্য দৃষ্টান্তস্বরূপ। তিনি বলেন, বাংলাদেশে আন্তঃধর্মীয় সম্পর্কও প্রশংসাযোগ্য এবং কার্ডিনাল পদে তার নিয়োগ এই সম্পর্কের প্রতি একটি স্বীকৃতি। তিনি আরও বাংলাদেশে ক্যাথলিক সম্প্রদায়ের শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানসমূহে রাষ্ট্রপতির সহযোগিতার কামনা করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।