নিরাপত্তার ইস্যুকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীরা এ সপ্তাহের শেষে নয়াদিল্লীতে তাদের বার্ষিক বৈঠকে বসবেন।
এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একজন মুখপাত্র বাসস’কে বলেন, ‘তিন দিনব্যাপী এই বৈঠক ২৭ জুলাই শুরু হয়ে ২৯ জুলাই পর্যন্ত চলবে। এ ছাড়াও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী।’
তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে তার ভারতীয় প্রতিপক্ষ রাজনাথ সিংয়ের আলোচনার মূল এজেন্ডা হবে সন্ত্রাসের বিরুদ্ধে দুই প্রতিবেশির মধ্যে পারস্পরিক সহযোগিতা।
আসন্ন ভারত সফর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাসস’কে বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের, বিশেষত নিরাপত্তা এবং জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি প্রাাধান্য পাবে, কেননা উভয় দেশই সন্ত্রাসের হুমকির মধ্যে রয়েছে।
তিনি বলেন, ‘মন্ত্রিপর্যায়ের বৈঠকে পারস্পরিক স্বার্থ নিশ্চিত ও রক্ষায় দ্বিপাক্ষিক ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এই প্রতিনিধিদলে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোজাম্মেল হক খান ছাড়াও থাকবেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, কোস্ট গার্ডের প্রধান রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রকিবুর রহমান প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী আগামি ৩০ জুলাই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।