বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দীগঞ্জ পৌর সদরের উত্তর বাজার মহল্লার জগন্নাথ মন্দিরের পুরোহিত অনিমেষ ভট্টাচার্য্যকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জঙ্গি পরিচয়ে রবিবার সকালে এই হুমকি দেয়ার ঘটনায় দুপুরে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এই প্রথম ওই উপজেলার জঙ্গি নেতা পরিচয়ে হুমকি দেয়ার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
হুমকিপ্রাপ্ত ওই মন্দিরের পুরোহিত অনিমেষ ভট্টাচার্য্য জানান, তার ব্যবহৃত মোবাইল ফোনে নিজেকে জঙ্গি দাবি করে শীঘ্রই তাকে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করা হয়। বিষয়টি তিনি সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দদের জানান এবং থানায় সাধারণ ডায়েরী করেন।
মেহেন্দীগঞ্জ থানার ওসি উজ্জ্বল কুমার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উন্নত প্রযুক্তির মাধ্যমে হুমকিদাতাকে সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে এবং উপজেলার প্রতিটি মন্দিরে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।