প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বন্যাকবলিত এলাকায় শুষ্ক খাবারসহ ত্রাণসামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
ইতোমধ্যে আগ্রাসী বন্যায় ১৬টি জেলার ৫৯টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলাগুলো হচ্ছে- সিরাজগঞ্জ, বগুড়া,রংপুর, কুড়িগ্রাম, নীলফামারি, গাইবান্ধা, লালমনিরহাট, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, মাদারিপুর, শরিয়তপুর, মানিকগঞ্জ ও রাজশাহী।
এক সরকারি রিপোর্টে বলা হয়, এসব জেলায় বন্যায় এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩,৯৩,৪৯৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ৫.৫০ কোটি টাকা এবং ১৩০০০ টন চাল বরাদ্দ দিয়েছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া একথা জানান।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।