কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসব কথা বলেন মন্ত্রী পরিষদ বিভাগের মুখ্য সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভুঁইয়া।
শুক্রবার রাত ৯ দিকে আইনশৃঙ্খলা সংক্রান্ত জেলা কোর কমিটির বিশেষ সভা শেষে মুখ্য সচিব আরো বলেন, ‘এজন্যই কক্সবাজারকে এগিয়ে নিতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। এ ছাড়া কক্সবাজারের আপামার জনগনকে সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে। তবেই বদলে যাবে কক্সবাজার।’
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখ্য সচিব আরো বলেন, ‘দিন তারিখ বেঁধে দিয়ে উন্নয়ন সম্ভব নয়। কক্সবাজারের সমস্ত প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এ জেলার প্রতিটি কাজ প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন। রোহিঙ্গা সমস্যাও স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করছে সরকার।’
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সোবাহান, পুলিশ সুপার শ্যামল কুমার নাথসহ বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড এবং সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ।