অগ্রসর রিপোর্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের বিচারকরা। শনিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামে মানববন্ধন ও র্যালি করেছেন শতাধিক বিচারক। এসময় তারা বলেন, নাগরিক হিসেবে বিচারকেরও দায়িত্ব আছে প্রতিবাদ করার, প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার।
শনিবার সকাল সাড়ে ১০টায় নগরের দামপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি প্রতিবাদ র্যালি দামপাড়া থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত প্রদক্ষিণ করে।
মানববন্ধন শেষে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো.ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা নিয়ে জাতি আজ বিক্ষুব্ধ ও প্রতিবাদমুখর। বিচারকেরাও এই জাতির অংশ। তারা এদেশের নাগরিক। বিচারকদেরও দায়িত্ব আছে নাগরিক হিসেবে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হওয়ার।’
তিনি বলেন, চট্টগ্রামের শতাধিক বিচারক আজকের মানববন্ধন ও র্যালিতে অংশ নিয়েছেন। তারা দেশবাসীকে জানাতে চাচ্ছেন বিচারকরা শুধু বিচার করেন না, প্রতিবাদও করতে জানেন। জাতির পিতার প্রশ্নে বিচারকদের সামনে আপস করার কোনো সুযোগ নেই।
এদিকে একই সময়ে সিএমপিসহ পুলিশের বিভিন্ন ইউনিট এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌন মিছিল কর্মসূচিতে অংশ নেন। পরে সবাই শিল্পকলা একাডেমিতে গিয়ে সমবেত হন।
সেখানে জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন ছাড়াও বক্তব্য দেন মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, সিএমপি কমাশনার সালেহ মোহাম্মদ তানভীর, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার মো. ইসমাইল, আঞ্চলিক পাসপোর্ট অধিদফতরের পরিচালক আবু সাঈদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন প্রতিবাদ সভা সঞ্চালনা করেন।