অগ্রসর রিপোর্টঃ ফ্রান্সের মার্সেলির উত্তরে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ বুধবার দেড় হাজার দমকল কর্মীকে ঘটনাস্থলে পাঠিয়েছে। সেখানে দাবানলে অনেক বাড়িঘর ভস্মিভূত এবং সহস্রাধিক লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।
দমকল কর্মীরা জানান, দাবানল শুরুর পর প্রচন্ড বাতাসের কারণে তা দ্রুত ২ হাজার ২৬০ হেক্টর জমিতে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস বলছে, পরিস্থিতি দেখে তারা মনে করছে না দাবানল দীর্ঘস্থায়ী হবে। দাবানল পরিস্থিতি প্রথমে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও রাতে তা অনেকটাই অনুকূলে চলে আসে।
মার্সেলির প্রায় ৩০ কিলোমিটার উত্তরে ভিট্রোলেস শহরে এ দাবানলে অনেক ঘরবাড়ি পুড়ে গেছে। এতে সহস্রাধিক লোক বাধ্য হয়ে স্থানীয় বিভিন্ন ক্রীড়া কেন্দ্রে আশ্রয় চেয়েছে।
ভিডিও ফুটেজে হেলিকপ্টারের সাহায্যে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে দেখা গেছে। দাবানলে একজন মারাতœকভাবে আহত হয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।