লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি ‘সুপার চ্যাট’ নামে আরেকটি ফিচার আত্মপ্রকাশ করাচ্ছে সংস্থাটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের মেসেজ চ্যাট বক্সে ওপরের দিকে দেখাতে পারবেন। আর এই মেসেজ পাঁচ ঘন্টা পর্যন্ত ওপরে পিন করে রাখা যাবে। ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়, ২০১১ সাল থেকেই সাইটে লাইভ স্ট্রিমিং ফিচার চালু করেছে ইউটিউব। যোগাযগের মাধ্যমগুলোতে বর্তমানে লাইভ স্ট্রিমিংয়ের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় এবার মোবাইল থেকে স্ট্রিমিং ফিচার চালু করলো সাইটটি। ২০১৫ সালে ফেসবুকে রিয়েল টাইম লাইভ স্ট্রিমিং ফিচার চালু করা হয়।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।