ওবায়দুল কাদের বলেন, প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সার্চ কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়া দেখিয়ে গেছেন, সেখান থেকে আওয়ামী লীগ বিচ্যুত হবে না। হওয়ার কোনো সুযোগও নেই। খালেদা জিয়ার প্রস্তাব আওয়ামী লীগ গ্রহণ না প্রত্যাখ্যান করছে, এ বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। তবে তার বক্তব্যে ভালো বা গ্রহণযোগ্য কিছু থাকলে সেটি বিবেচনা করা যেতে পারে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি। তিনি কাকে ডাকবেন বা ডাকবেন না, সেটা একান্ত তাঁর বিষয় বলে জানান কাদের।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ও তাদের নেত্রী ভুল রাজনীতির কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে এখন মিথ্যাচার করছেন। জনগণের কথা না ভেবে তারা এখন কোন দেশে কে ক্ষমতায় এল তা খুঁজে বেড়াচ্ছে। জনগণের ভোটে বিএনপির বিশ্বাস নেই উল্লেখ করে কাদের বলেন, গত নির্বাচন তারা প্রতিহত করতে চেয়েছে। এ জন্য পেট্রলবোমার আগুনে মানুষ পুড়িয়ে মেরেছে। জনগণের কাছে প্রেসক্রিপশন দেয়ার আগে খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে মানুষ পোড়ানোর জন্য, মিথ্যা জন্মদিন পালনের জন্য। আর তারেক রহমানকে ক্ষমা চাইতে হবে দেশের টাকা মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার করার জন্য।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।