অগ্রসর রিপোর্ট :ফরিদপুরের বহুল আলোচিত ১৮ মামলার আসামি খায়রুজ্জামান ওরফে খাজা মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে জেলা পুলিশের উদ্যোগে এ বিষয়ে প্রেসব্রিফিং করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
তিনি বলেন, শহরতলীর কানাইপুর এলাকা থেকে গত ১৪ মে রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল গোপন সংবাদে কুখ্যাত সন্ত্রাসী,চাঁদাবাজি, ডাকাতি,দস্যুতাসহ ১৮টি মামলার আসামি খায়রুজ্জামান ওরফে খাজা মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, এসময় তার সহযোগী সোহেল মাতবর ও রাজু মাতবরকে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের এই কর্মকতা আরো বলেন, ওই আসামির বিরুদ্ধে কানাইপুর ইউপিসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি, দস্যুতা, ভূমি দখলসহ নানা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে।
খাজা মাতুব্বর কয়েক মাস পূর্বে সে কারাগার থেকে ছাড়া পায়। এছাড়া তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার অপর দুই সহযোগী সোহেলের বিরুদ্ধে আটটি মামলা বিচারাধীন।
গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানানো হয়।
প্রেসব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ জলিল।