ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি- আজ সকাল ১১ টায় উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রাম থেকে ভাঙ্গা থানা পুলিশ একটি কষ্টি পাথরের বিঞ্চু মুর্তি উদ্ধার করেছে। বর্তমানে মুর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার এসআই শফিকুল হক প্রায় ৬৮ কেজি ওজনের মুর্তিটিসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হচ্ছে উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আলমগীর হোসেন, আজিমনগর গ্রামের ছরোয়ার হোসেন ও তার স্ত্রী।
থানার অফিসার-ইন-চার্জ মো: নাজমুল ইসলাম বলেন, কষ্টি পাথরের বিঞ্চু মুর্তিটি উদ্ধারসহ ৩ জনকে আটকের ঘটনা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা মুর্তিটি সংশ্লিষ্ট দফতরে পৌছানোর ব্যবস্থা করছি। উদ্ধার হওয়া কষ্টি পাথরের মুর্তিটি অনেক দামি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলমগীর হোসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।