অগ্রসর প্রতিবেদক: ঘটনাটি কি ছিল শুধুই মজা? নাকি এ কালের ‘রোমিও’ সত্যিই প্রেমের প্রস্তাব দিতে করেছিলেন এমন এলাহি কাণ্ড? ঘটনা যাই হোক, এর মাশুল কিন্তু গুনতেই হয়েছে ঢাকা কমার্স কলেজের এই কথিত ‘প্রেমিক-প্রেমিকাকে’। ঘটা করে প্রেমের প্রস্তাব দিতে যারা সহায়তা করেছে তাদেরই পেতে হয়েছে শাস্তি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের প্রস্তাবের সেই ভিডিও এখন ভাইরাল। চলছে মুখরোচক আলোচনা। এসব সইবে কেন কলেজ কর্তৃপক্ষ? কলেজের সেই ‘রোমিও-জুলিয়েট’কে শেষমেশ বহিষ্কার করেছে। এ ছাড়া ভর্তি বাতিল করা হয়েছে তাদের ৯ বন্ধুরও। বহিষ্কার আর ভর্তি বাতিলের নোটিশও কর্তৃপক্ষ ঘটা করেই বোর্ডে টাঙ্গিয়েছে।