প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদে ১৪৫, যুগ্ম সচিব পদে ১৮৬ এবং উপ-সচিব পদে ২০৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়।
পদোন্নতি প্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। নতুন অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতির পর প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হলো ৫৫০, যুগ্ম সচিবের সংখ্যা হলো ৬১৩ ও উপ-সচিবের সংখ্যা হলো ১ হাজার ৪৭৯ জন।
সর্বশেষ এর আগে গত মে মাসে ৩ স্তরে বড় ধররের পদোন্নতি দেয় সরকার। এর মধ্যে গত ১২ মে ৮৫ যুগ্ম সচিব অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। এ ছাড়া ১৫ মে উপ-সচিব থেকে ৭০ কর্মকর্তাকে যুগ্ম সচিব ও ৬২ সিনিয়র সহকারী সচিবকে উপ-সচিব পদে পদোন্নতি দেয়া হয়।
তার আগে গত বছর জুনে উপ-সচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব পদে ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক সে সময় বলেছিলেন, জনপ্রশসানে ‘হতাশা কাটাতেই’ এক সঙ্গে এত কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।
জনপ্রশাসনে বর্তমানে ৬ হাজারের বেশি প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আছেন; এদের মধ্যে হাতেগোনা কয়েকজনকে অন্য ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে আত্মীকরণ করা হয়েছে।