অগ্রসর রিপোর্ট : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হতে যাচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অনন্য অবদানের কারণেই এই অর্জন সম্ভব হচ্ছে।
জুনাইদ আহমেদ পলক আজ দুপুরে জেলার সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল দপ্তরকে দুর্নীতি মুক্ত এবং ৬১টি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, দেশ এখন দুর্নীতির কলংক থেকে মুক্ত। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। হাওয়া ভবনের মত দুর্নীতির ভবনকে জনগণ মূলোৎপাটন করেছে।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হলে জাতি অনেক আগেই একটি উন্নত ও আধুনিক দেশে পরিণত হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা আজ বাস্তবায়নের পথে।
পলক বলেন, সকল বাধা বিপত্তি, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বর্তমান সরকার যুদ্ধ ঘোষণা করেছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি সবাইকে বর্তমান সরকারের প্রতি আস্থা রেখে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য আহবান জানান।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল আহসান, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।