স্টাফ রিপোর্টার : প্রবাসীদের নিরাপত্তা ও সহজে সহায়তা দিতে পুলিশ সদর দফতরে প্রবাসী হেল্প ডেস্ক চালু করা হয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে প্রবাসীদের সরাসরি সহায়তা দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
প্রবাসীরা এখন থেকে ই-মেইল expatriatehelp@police.gov.bd এবং ০১৭৬৯-৬৯০০১৯ এই মোবাইল নম্বরে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারবেন এবং সহায়তা নিতে পারবে
সোমবার দুপুরে পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
তিনি বলেন, ‘প্রায় ৮০ লাখ বাংলাদেশী প্রবাসে রয়েছেন। তারা তাদের পরিশ্রমের টাকা দেশে পাঠান। তাদের পাঠানো টাকায় রেমিটেন্স বাড়ে বাংলাদেশের। অথচ তারা বিভিন্ন সময় নানা সমস্যায় পড়েন। তারা দেশে এসেও নানা সমস্যায় পড়েন। তা আমরা খেয়াল করি না।’
এ কে এম শহীদুল হক বলেন, ‘প্রবাসীরা বিদেশে কোনো সমস্যায় পড়লে তা জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। ওই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ সদর দফতরে আসে। এমন দীর্ঘ নিয়মের ফলে প্রবাসীরা সঠিক সহায়তা পান না। এ জন্য প্রত্যেক এসপিকে (পুলিশ সুপার) নির্দেশনা দেওয়া হয়েছে।’