প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য : দুই মন্ত্রীকে তলব
অগ্রসর প্রতিবেদক : প্রধান বিচারপতি ও বিচারাধীন বিষয় নিয়ে তির্যক মন্তব্য করায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আখম মোজাম্মেল জককে তলব করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ১৫ মার্চ তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
একই সঙ্গে তাদের বক্তব্যের বিষয়ে ১৪ মার্চ ব্যাখ্যা দিতে বলেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের ৯ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার সকালে এই আদেশ দেন।
শনিবার এক আলোচনা অনুষ্ঠানে সরকারের দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত। তিনি বিএনপি-জামায়াতের সুরে কথা বলছেন।