অগ্রসর রিপোর্ট : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ইইউ মিশন প্রধানসহ ২৮ রাষ্ট্রদূত আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম।
এবারই প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের ২৭ রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের সঙ্গে একত্রে আলোচনায় বসতে যাচ্ছে। ইউরোপের ২০ দেশের রাষ্ট্রদূত নয়াদিল্লিতে এবং ৭ রাষ্ট্রদূত ঢাকায় অবস্থান করছেন। অপরজন ঢাকায় ইইউ মিশনের প্রধান।
মোহাম্মাদ রফিকুল ইসলাম বলেন, ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারপ্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এ বৈঠক বাংলাদেশ ও ইইউর মধ্যকার সম্পর্ককে আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।
এরআগে গত ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ইইউ’র এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পামপালোনি। তখন অন্তর্বর্তীসরকারের পাশে থাকার বার্তা দেয় ইউরোপীয় ইউনিয়ন।
জনকূটনীতি বিভাগের মহাপরিচালক বলেন, আসন্ন যৌথ সভায় তারা বাংলাদেশের সঙ্গে ইইউভুক্ত সদস্য দেশগুলোর পাশাপাশি ইইউর দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্র, এলডিসি উত্তরণ-পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তন সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবিলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবে।
এদিকে একই দিন (৯ ডিসেম্বর) বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হবে। বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পরবর্তী রাউন্ডে যোগ দেবে ভারতের বিক্রম মিশ্রির নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।