অগ্রসর রিপোর্ট : মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ওষুধ ও ত্রাণ সহায়তার দ্বিতীয় চালান পাঠিয়েছে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানের মাধ্যমে ত্রাণ সামগ্রী ও ওষুধ সরবরাহ করা হয়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, এই অভিযানে তিন বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ ও চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি দল অংশ নিয়েছে।
উদ্ধারকারী ও চিকিৎসকের সংখ্যা ৫৫ জন, এছাড়া তিনটি বিমানে রয়েছেন ৩৭ জন ক্রু সদস্য।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে আট টন শুকনো খাবার, আড়াই টন বিশুদ্ধ পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যসেবা সামগ্রী এবং দেড় টন ত্রাণ তাঁবু।
এর আগে, রোববার বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সশস্ত্র বাহিনীর সহায়তায় মিয়ানমারে ওষুধ, তাঁবু, শুকনো খাবার এবং চিকিৎসক দলসহ জরুরি ত্রাণ সহায়তার প্রথম চালান পাঠানো হয়।