ষ্টাফ রিপোর্টার- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে মন্তব্য করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে সাজা দিয়েছে ঢাকার একটি আদালত। চার বছর আগে করা মামলায় বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির প্রভাষক রুহুল আমীন খন্দকারকে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হক শ্যামল তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।
তার বিরুদ্ধে অভিযোগ, চার বছর আগে ২০১১ সালে নিজের অ্যাকাউন্টে তিনি পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন। একই বছর পুলিশ তার বিরুদ্ধে রাষ্ট্র্রোহের অভিযোগে আদালতে মামলা করে। অভিযুক্ত শিক্ষক অবশ্য বর্তমানে পলাতক আছেন।