অগ্রসর রিপোর্ট: ইসরায়েলের নির্বিচার বিমান হামলার মুখে লেবানন থেকে প্রথম দফায় ফেরত এলেন ৫৪ জন বাংলাদেশি প্রবাসী। সোমবার সন্ধ্যায় এসব বাংলাদেশি বিমানযোগে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।প্রবাসীরা বৈরুত থেকে বিমানযোগে প্রথমে জেদ্দায় ও সেখান থেকে সোমবার সন্ধ্যায় দেশে পৌঁছান।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানান, লেবানন থেকে যারা ফিরতে চান, তাদের সবাইকে ফিরিয়ে আনা হবে।
লেবাননে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৭০ হাজার থেকে এক লাখ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এর মধ্যে এক হাজার ৮০০ জনের মতো দেশে ফেরত আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন। যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি ১৬২৩ জন আনডকুমেন্টেড। আইওএম ২০০ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদের জন্য সরকার ফ্লাইটের ব্যবস্থা করছে, প্রতিদিন প্রায় ৫০ জনের মতো আসতে পারবেন।
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। এঅবস্থায় প্রবাসীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রথম দফায় ফিরলেন ৫৪ জন বাংলাদেশি। দ্বিতীয় ধাপে ২২ অক্টোবর আরও ৬৫ বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে লেবানন থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেরানোর সরকারি উদ্যোগ জানাতে আজ সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, লেবানন থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে সব উদ্যোগ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। তাদের ফিরিয়ে আনার খরচ সরকার বহন করবে। যারা ফিরতে চান, তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।