অগ্রসর রিপোর্ট :পুলিশ পরিচয়ে মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্ক করে একাধিক বিয়ে করাসহ নিরীহ মানুষের সাথে প্রতারণার অভিযোগে নারীসহ ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২৯ জুন) সিআইডি থেকে এ তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, সহকারী পুলিশ সুপার মতিঝিল ইউনিটের নেতৃত্বে চক্রের মূল হোতা আবু নাসেরসহ ৩ জনকে সোমবার (২৮ জুন) যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। নাছের ওরফে নাছির পুলিশের পোশাক পরিধান অবস্থায় পুলিশের ভুয়া আইডি কার্ড প্রস্তুত ও প্রর্দশন করে। কম বয়সী মেয়েদের আইডি কার্ড দেখিয়ে পুলিশ পরিচয় বিশ্বাস স্থাপন করতো। প্রেমের সম্পর্ক করতো। একপর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিয়ে করে। নাছির বিভিন্ন লোককে চাকরি দেওয়া, বিদেশে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা গ্রহণ ও আত্মসাৎ করে। প্রতারণার কাজে গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেনকে বড় ভাই এবং নিজ স্ত্রী রুবি আক্তারকে বোন বলে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে।
সিআইডি কর্মকর্তারা জানান, লোভ, অজ্ঞতা আর অসাবধনতার কারণে ঢাকাসহ সারাদেশে প্রতারণার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কখনও চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, আর্থিক প্রতারণা, ব্যবসায় আর্থিক মুনাফার নামে প্রতারণা, নকল পণ্য বিক্রি করে প্রতারণা হচ্ছে। প্রতারকদের নতুন নতুন প্রতারণার কৌশলের ফাঁদে পড়ে সবকিছু হারাচ্ছে অসহায় মানুষ।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও প্রতারণার শিকার মোছা. স্মৃতি আক্তার। তার মামলার তদন্ত করতে গিয়ে প্রতারকদের প্রতারণার জাল বেরিয়ে আসে। এ কারণে এসব কর্মকাণ্ড করার আগে সঠিকভাবে যাচাই-বাছাই করার অনুরোধ করছে সিআইডি।