অগ্রসর রিপোর্ট : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিবজা) অভিষেক ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দেশের প্রথম রাজধানী মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে দিনব্যাপী এ বনভোজন অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. রথীন্দ্রনাথ সরকারের সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে মেহেরপুরের কৃতীসন্তান জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন অভিষেক ও বার্ষিক বনভোজন উপলক্ষে স্মরণিকা মোড়ক উন্মোচন করেন। এছাড়া তিনি সরকারি গুরুত্বপূর্ণ কাজ থাকায় অনুষ্ঠানে সশরীরে হাজির হতে না পেরে দুঃখ প্রকাশ করেন এবং এ অনুষ্ঠানের আয়োজক কমিটি ও পিবজার সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এই অনুষ্ঠানে দৈনিক অগ্রসর এর সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে দুটি বাস মুজিবনগরের উদ্দেশে রওনা হয়। পরদিন সকালে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে মুজিবনগর পিকনিক স্পট।
অনুষ্ঠানমালায় ছিল মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে নৃত্য পরিবেশন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ইত্যাদি।
বনভোজনে জবাবদিহি পত্রিকার সৌজন্যে দিনব্যাপী চলতে থাকে চা, কফি, নানা ধরনের পিঠা, ফিরনি আপ্যায়ন।
রাত সাড়ে ৮টায় অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য দেন আমন্ত্রিত অতিথি ও পিবজার নেতারা।
অনুষ্ঠানে মেহেরপুরের কৃতীসন্তান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আহসান আলী তার বক্তব্যে একাত্তরের মুক্তযুদ্ধের ইতিহাস তুলে ধরেন এবং যুদ্ধক্ষেত্রে তার অসামান্য অবদানের বর্ণনা দেন। পরে তাকে সম্মাননা স্মারক দিয়ে বরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রুহী শামসাদ আরা।
পরে রাত ১১টায় ঢাকার উদ্দেশে রওনা হন পিবজার সদস্যরা। ভোর সাড়ে ৪টায় বাস দুটি ঢাকায় এসে পৌঁছে।