অগ্রসর রিপোর্ট : রাজধানীর মিরপুর পল্লবী থানার বাউনিয়া বাঁধ এলাকার একটি বাড়িতে অগুনে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন, কল্পনা আক্তার (৩২), তার মেয়ে জান্নাত (১৩) ও ছেলে কাউসার (৮)।
পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা আক্তার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর পল্লবী থানার বাউনিয়া বাঁধ ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি টিন সেট বাসায় বৈদ্যুতিক যোগযোগ থেকে আগুন লাগে। এসময় একই পরিরারের দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, পল্লাবী থানার ১১ নম্বর সেকশনের বি-ব্লকের আরবান শিশু পার্কের পাশে বাউনিয়াবাঁধের একটি বাসায় বৈদ্যুতিক যোগযোগ কিংবা মশার কয়েল থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টার দিকে আগুন নেভায়।
রাসেল শিকদার আরও জানান, বাসাটি ভেতর থেকে তালা লাগানো ছিল। তাই তাৎক্ষণিকভাবে তারা ঘর থেকে বের হতে পারেনি বলে ধারনা করা হচ্ছে। ঘটনার সময় নিহত কল্পনা আক্তারের স্বামী বাসায় ছিলেন না।
আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দগ্ধ তিনটি লাশ উদ্ধার করে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পল্লবী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।