অগ্রসর রিপোর্ট: পরীক্ষার হলে বসে ফেসবুক লাইভ দেয়ার ঘটনার পর ভেঙে দেয়া হলো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ‘মেয়াদোত্তীর্ণ’ কমিটি।
শনিবার রাতে ভেঙে দেয়া হয়েছে এই ইউনিটের কমিটি।
ফেসবুক লাইভ নিয়ে তীব্র সমালোচনার পর এ সিদ্ধান্ত এসেছে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে।
কমিটি ভেঙে দেয়া প্রসঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের কালীগঞ্জ উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
শুক্রবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ের পরীক্ষা চলার সময় ফেসবুকে লাইভ করেন সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন।
সুমনের করা নয় মিনিট ৩৮ সেকেন্ডের ফেসবুক লাইভটি মুহুর্তে ভাইরাল হয়ে যায়, যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় ছাত্রলীগকে। অবশ্য কিছু সময় পর লাইভটি সরিয়ে ফেললেও ততক্ষণে তা অনেকের কাছে পৌঁছে যায়। এ নিয়ে গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়। এরপরই সংশ্লিষ্ট উপজেলা কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
পরীক্ষার হলে দেয়া লাইভে সুমন বলেন, ‘আমাদের পরীক্ষা চলছে। সবাই লেখছে, আমি বসে আছি। আমি তো বাংলায় লিখিনি। সব ইংরেজিতে। আমি লিখেছি গ্রুপ কী, তা আনার গ্রুপ। আমার নেতার নাম দিয়ে দিছি। ‘
এছাড়াও ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষার হলে থাকা অন্য শিক্ষার্থী, পরিদর্শক সবাইকে লাইভে আনেন এই ছাত্রলীগ নেতা।