ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার অন্তর্গত পৌরসভার বড় বাজারে পবিত্র মাহে রমজান কে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে বাজার মনিটারিং ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২১ হাজার ৫০০ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১০ এর আওতায় উপজেলা প্রশাসনের মাধ্যমে বাজার মনিটারিং ও ভ্রাম্যমান আদালতের জরিমানা করায় এলাকার সাধারণ মানুষ সুযোগ্য, বাস্তববাদী ও ন্যায়পরাণ ব্যক্তিত্ব ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদুল ইসলামকে স্বাধুবাদ জানিয়েছেন এবং এই কার্যক্রম অব্যহত রাখতে অনুরোধ করেছেন।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করেছেন, ভোক্তাদের খাবার পরিবেশন ও হোটেলের পরিবেশ খারাপ থাকায় পারবাজারের আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারী থেকে নগদ দশ হাজার টাকা, বোটঘাটের আদি কবির হোটেল থেকে নগদ পাঁচ শত টাকা এছাড়াও কাউন্সিল রোডে বাপি স্টোরে দৈনিক দ্রব্য মূল্যের তালিকা না থাকায় ও পলিথিন ব্যবসায়ী হওয়ায় নগদ পাঁচ হাজার টাকা জরিমানা, জয় স্টোরে দৈনিক দ্রব্য মূল্যের তালিকা না থাকায় ও দোকানে পাট জাত পণ্য ব্যবহার না করে পলিথিন ব্যবহার করার কারণে নগদ তিন হাজার টাকা জরিমানা এবং ঘোষ ট্রেডাসে দৈনিক দ্রব্য মূল্যের তালিকায় দ্রব্য মূল্য না লেখার কারণে ও দোকানে পাট জাত পণ্য ব্যবহার না করে পলিথিন ব্যবহার করার কারণে নগদ তিন হাজার টাকা।
সর্বমোট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২১ হাজার ৫০০ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং মুদিদোকান থেকে সংগ্রহণকৃত পলিথিন মোবারকপুর রেল ব্রীজ সংলগ্ন কপোতাক্ষ নদের পাড়ে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সুযোগ্য, বাস্তববাদী ও ন্যায়পরাণ ব্যক্তিত্ব ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এসআই মনির হোসেন, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর শহিদ আলম।
ভ্রাম্যমান আদালতের সময় উপজেলা নির্বাহী অফিসার ঝিকরগাছা বাসষ্ট্যান্ডে ফুটপতে বসে লিচু বিক্রেতাদের সাথে আলাপ করে তাদেরকে বলেন, ডালপালা সহ লিচু ওজনে বিক্রয় না করে পিচ হিসাবে গুনে ভোক্তাদের নিকট বিক্রয় করতে বলেন। আর এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করে দেন।