বাংলাদেশের বহুমুখী পদ্মা সেতু নির্মাণে ঘুষের ষড়যন্ত্রের অভিযোগে কানাডার আদালতে এই মামলা করা হয়।
অন্টারিও সুপিরিয়র কোর্টের বিচারক শুক্রবার মামলাটি খারিজ করে দিয়ে বলেছে, কেভিন ওয়ালেস রমেশ শাহ এবং জুলফিকার আলী ভুইয়াকে খালাস দিয়েছে।
প্রসিকিউশনের এক মুখপাত্র বলেন, কোন প্রমাণ না পাওয়ায় অভিযোগ খারিজ করা হয়েছে।
এসএনসি লাভারিনের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়ালেসকে প্রাথমিকভাবে গ্রেফতার করা হয়েছিল এবং ২০১৩ সালে অভিযোগ দায়ের করা হয়।
এরআগে ২০১২ সালের জুনে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়নের ১ দশমিক ২ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি বাতিল করে।
পদ্মা সেতু নির্মাণে ঘুষের ষড়যন্ত্রের অভিযোগের কোন প্রমাণ পায়নি কানাডার আদালত
অগ্রসর রিপোর্ট : পদ্মা সেতু নির্মাণে ঘুষের ষড়যন্ত্রের অভিযোগের কোন সত্যতা না পাওয়ায় কানাডার একটি আদালত এসএনসি লাভালিনের শীর্ষ তিন নির্বাহীকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে।