অগ্রসর রিপোর্ট : পদ্মা সেতুর চতুর্থ স্প্যান বসানোর ২৯ দিন পরেই বসানো শুরু হয়েছে পঞ্চম স্প্যানটি। ফলে দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে স্পপ্নের পদ্মা সেতু।
শুক্রবার সকাল ৮ টায় শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবায় সেতুর ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর সুপার স্ট্রাকচারের পঞ্চম স্প্যানটি বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আর এরই মাধ্যমে দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মা সেতুর ৭৫০ মিটার।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ৪২ নং পিলারটি পদ্মার তীরে হওয়ায় স্প্যানটি বসাতে আগের চারটি স্প্যানের তুলনায় একটু বেশী সময় লাগতে পারে। তবে আজকের মধ্যেই বাসানোর পরিকল্পনা রয়েছে। এরূপ আরও ৩৯টি স্প্যান সংযুক্ত করেই তৈরি হবে স্পপ্নের পদ্মা সেতু।
১৫০মিটার লম্বা ও ১৩মিটার প্রস্থের প্রতিটি স্প্যানের ওজন ৩ হাজার ২‘শ টন। ৩ হাজার ৭‘শ টন ওজনের বিশে^র বৃহত্তম ভাসমান ক্রেনের সাহায্যে স্প্যানগুলো বসানো হচ্ছে।
সেতুর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানিয়েছেন, পঞ্চম স্প্যানটি বসানোর মধ্যদিয়ে কাংখিত পদ্মা সেতু দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।