৭০ বছর বয়সি ক্ল্যান্সি তার কর্মীদের কাছে লিখিত এক নোটে বলেছেন, নতুন প্রেসিডেন্ট ও তার প্রশাসন তাকে যথেষ্ট সহযোগিতা করছে; কিন্তু তারপরও ‘ব্যক্তিগত কারণে’ তিনি পদত্যাগ করছেন। তিনি তার কর্মীদের আরো বলেন, “পরিচালকের পদে নতুন ব্যক্তি এলে যে আপনারা আরো ভালো থাকবেন সে বিষয়টি আমি হলফ করে বলতে পারি।”
ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সঙ্গে টেলিফোনে রাষ্ট্রীয় গোপন বিষয়ে কথা বলার দায় মাথায় নিয়ে ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের পদত্যাগের একদিন পর সিক্রেট সার্ভিসের পরিচালকের পদত্যাগের ঘোষণা প্রকাশিত হলো। তার পদত্যাগের ফলে প্রশাসন চালাতে গিয়ে ট্রাম্প আরো বেশি জটিলতার সম্মুখীন হবেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন।