সংবাদ সম্মেলনে একে অপরের বিরুদ্ধে বোমাবাজি, অগ্নিসংযোগ ও নারী কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ করেন।
এমপির বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর অভিযোগ
নড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শহীদুল ইসলাম বাবু রাঢ়ি পৌরসভা চত্বরে রবিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন করেন।
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) শওকত আলীর বিরুদ্ধে তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী বলেন, ‘কর্নেল (অবঃ) শওকত আলী এমপি তার বাড়িতে বসে বিভিন্ন এলাকা থেকে ভাড়াটিয়া অস্ত্রধারী ও সন্ত্রাসী এনে আমার কর্মী-সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। অস্ত্রধারী সন্ত্রাসীরা বড় ধরনের নাশকতা ঘটিয়ে নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালাচ্ছে। শওকত আলী নির্বাচনী আচরণবিধি মারাত্মকভাবে লঙ্ঘন করে দলীয় প্রার্থী মোঃ হায়দার আলীর পক্ষে বিভিন্নভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।’
দলীয় মেয়র প্রার্থী মোঃ হায়দার আলীর বাড়ি থেকে ভাড়াটিয়া সন্ত্রাসীদের গ্রেফতার করে এবং শওকত আলী এমপিকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত রেখে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশন ও প্রশাসনেরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান জাকির বেপারীসহ অন্য নেতাকর্মীরা।
আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে-আ’লীগ প্রার্থী
আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হায়দার আলী নড়িয়ার কলুকাঠি নিজ বাসভবনে রবিবার বিকাল ৫টায় এক সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, ‘গত শনিবার গভীর রাতে ২৫/৩০টি মোটরসাইকেলে করে বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বাবু রাঢ়ির সমর্থকরা আমার বাড়িতে ঢুকে গুলি ও বোমা হামলা করে। তারা দুটি মোটরসাইকেল ভাংচুর করে ও প্রচারের মাইক ছিনিয়ে নেয়। এ সময় আমার সমর্থক মধু ঋষির বাড়িতে একটি গোয়াল ঘরে অগ্নিসংযোগ করে তারা।’
হায়দার আলী আরও বলেন, ‘আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা ভোট চাইতে পারি না, কর্মীরা ভোট চাইতে গেলে তাদের মারধর করে ও মহিলা কর্মীদের শ্লীলতাহানির চেষ্টা করে। এ ব্যাপারে পুলিশের কাছে মামলা করতে গেলে পুলিশ মামলা নেয় না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুরুজ্জামার খোকন।