অগ্রসর রিপোর্ট: নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৭ মরদেহ উদ্ধার হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক রয়েছেন।
ইয়েতি এয়ারলাইন্সের ফ্লাইটটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল। স্থানীয় সময় রবিবার সকালে পোখারার পুরনো বিমানবন্দর আর নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় বিমানটি বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন লেগে যাওয়ায় আরোহীদের সবাই হতাহতের শিখার হতে পারেন বলে ধারনা করা হচ্ছে। বিমানটিতে থাকা ৭২ আরোহীর মধ্যে ৬৮ জন যাত্রী আর ৪ জন ক্রু। বিমান দুর্ঘটনার পর পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা অজয় কেসি রয়টার্সকে বলেছেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে দুই পাহাড়ের মাঝের একটি গিরিগাদে। ফলে উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানটির বয়স ১৫ বছর।