পথে যদি হয় দেখা!!
…………………………..নুরুন নাহার খান.
আপন মনের আয়নাতে দেখি শুধুই নিজের মুখ
দুঃখ-ক্লান্ত শুন্য চোখে নাই সেথা কোনো সুখ
একাকী সে বীণা নিরব নিভৃতে বাজায় সুরের ভাজে
কেউ শোনেনা ধ্বনিত হয়ে ফের নিজের কানেই বাজে
কুমারী নাচে বধু সাজ সেজে রাজার কুমার নাই
ব্যস্ত ব্যাকুল জীবনে একাকী সুখ পাখিটি চাই
ভোরের আলোয় রাত জাগা পাখি পথ খুঁজে ফেরে একা
শেউলি বকুল বিছানো পথে ফের যদি হয় দেখা……………