অগ্রসর প্রতিবেদক : যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুপরোয়ানা জারি করা হয়েছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার উল হকসহ তিন বিচারপতি মঙ্গলবার রাতে এ পরোয়ানা জারি করেন।
এর আগে বিকালে নিজামীর মৃত্যুদণ্ড বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ।
এরপর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রায়ের অনুলিপি পাঠিয়ে দেয়া হয়। আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুনাভ চক্রবর্তী রায়ের অনুলিপি নিয়ে যান। পরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক তা গ্রহণ করেন। রায়ের অনুলিপি ট্রাইব্যুনালের বিচারকদের সামনে উপস্থাপন করা হয়। এরপরই ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ বিচারপতি শাহিনূর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী মৃত্যুপরোয়ানায় স্বাক্ষর করেন। পরে বিশেষ বার্তা বাহকের মাধ্যমে তা কারাকর্তৃপক্ষ, জেলা ম্যাজিস্ট্রেট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়।
রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এখন আসামি পক্ষ রিভিউ পিটিশন দায়েরের জন্য ১৫ দিন সময় পাবেন। আজ থেকে এই সময় গণনা শুরু হবে। এ সময়ের মধ্যে রিভিউ পিটিশন দায়ের না করলে নিজামীর দণ্ড কার্যকরে আইনগত কোন বাধা থাকবে না। তবে রিভিউ পিটিশন দায়ের করা হলে দণ্ড কার্যকরের প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যাবে।
নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, রায় পর্যালোচনা করে অবশ্যই রিভিউ পিটিশন দায়ের করা হবে। যেসব অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে আশা করি রিভিউতে সেসব অভিযোগ থেকে তিনি খালাস পাবেন।